নিজস্ব সংবাদদাতাঃ সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, “নিয়ম জারি করতে পাঁচ বছর লেগে গেল। দেরি হল কেন? মানুষ চাকরি ও শিক্ষা চায় এবং মূল্যবৃদ্ধির সমস্যার সমাধান হচ্ছে না। মোদী সরকার আবেগময় ইস্যু উত্থাপন করতে ব্যর্থ হয়েছে। এখন নির্বাচনের আগে শেষ উপায় হিসেবে তারা এসব বিধিমালা ঘোষণা করছে।”
/anm-bengali/media/media_files/PjvNobIOgWrdoT2Uj1xB.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)