BREAKING : ফের সাইবার হানার চেষ্টা পাকিস্তানের ! বানচাল করলো ভারত

কেন এই সাইবার হামলা চালাচ্ছে পাকিস্তান ?

author-image
Debjit Biswas
New Update
INDIA PAKISTAN

নিজস্ব সংবাদদাতা : কিছুদিন আগেই ভারতীয় সেনার ওয়েবসাইটে সাইবার হানা দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান। আর আজ ফের একবার ভারতীয় সেনার নানান ওয়েবসাইটে সাইবার হানা দেওয়া চেষ্টা করলো পাক স্পনসর্ড হ্যাকার গ্রূপ। যদিও এই হানাকে সম্পূর্ণভাবে প্রতিহত করেছে ভারত।

hacking.webp

মূলত ভারতীয় সেনার গতিবিধি জানার জন্য ও ভারতীয় সেনার নানান তথ্য হাতানোর জন্যেই এই ধরণের সাইবার হানা চালিয়ে চলেছে পাকিস্তান।