/anm-bengali/media/media_files/ynmPMyB7GMXRsC4q6H4W.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এরাজ্যে আরজি কর পরিস্থিতি শাসক দলে চিন্তার ভাঁজ বড়িয়েছে। খুব যে চিন্তাহীন রয়েছেন মুখ্যমন্ত্রী তেমনটা কিন্তু নয়। আর এই সবের মাঝে AITC প্রকাশ্যে আনছে মণিপুরের পরিস্থিতি। নিজেদের এক্স হ্যান্ডেলে এমনই তথ্য এনেছেন তৃণমূল নেতৃত্বরা। সর্বভারতীয় তৃণমূল নেতৃত্ব এদিন এই বিষয়ে জানিয়েছেন, "১৬ মাসেরও বেশি সময় ধরে মণিপুরে হিংসা চলছে।
সাম্প্রতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার পটভূমিতে, এন বিরেন সিং এর প্রশাসন অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছেন। বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করা হচ্ছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
আমরা যা প্রত্যক্ষ করছি তা হল সাংবিধানিক পরিস্থিতি সম্পূর্ণ রূপে ভেঙ্গে পড়েছে এখানে। কিন্তু প্রধানমন্ত্রীর এই সব দিকে নজর দেওয়ার সময় নেই”।
For over 16 months, Manipur has been in the throes of violence.
— All India Trinamool Congress (@AITCofficial) September 10, 2024
Against the backdrop of a recent flare-up in tensions, @NBirenSingh's administration has responded by imposing indefinite curfew, firing tear gas shells at protestors & snapping internet.
What we're witnessing is a… pic.twitter.com/oFeJRyRkC5