নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলা নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন দিল্লি স্টেট হজ কমিটির চেয়ারপার্সন কৌশর জাহান। তিনি বলেন,''আমরা জানি যে পাকিস্তান এই হামলার পেছনে জড়িত আছে। ওদের এমন শাস্তি দেওয়া হবে যা পাকিস্তানের পরবর্তী প্রজন্মও মনে রাখবে।”
/anm-bengali/media/media_files/2025/04/03/NL3YAmTCxxlDwgPPd7CK.jpeg)
এরপর তিনি বলেন,''ইসলামে এই সন্ত্রাসীদের কোনও জায়গা নেই। গোটা দেশ আজ এই হামলার বিরুদ্ধে একজোট হয়েছে। আমি নিশ্চিত, সরকার যোগ্য জবাব দেবে।”
পাকিস্তানকে এমন শাস্তি দেওয়া হবে যা পরবর্তী প্রজন্মও মনে রাখবে ! পহেলগাঁও হামলা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন কৌশর জাহান
পহেলগাঁও হামলা নিয়ে কি বিস্ফোরক মন্তব্য করলেন দিল্লি স্টেট হজ কমিটির চেয়ারপার্সন কৌশর জাহান ?
নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলা নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন দিল্লি স্টেট হজ কমিটির চেয়ারপার্সন কৌশর জাহান। তিনি বলেন,''আমরা জানি যে পাকিস্তান এই হামলার পেছনে জড়িত আছে। ওদের এমন শাস্তি দেওয়া হবে যা পাকিস্তানের পরবর্তী প্রজন্মও মনে রাখবে।”
এরপর তিনি বলেন,''ইসলামে এই সন্ত্রাসীদের কোনও জায়গা নেই। গোটা দেশ আজ এই হামলার বিরুদ্ধে একজোট হয়েছে। আমি নিশ্চিত, সরকার যোগ্য জবাব দেবে।”