/anm-bengali/media/media_files/2025/04/29/r1MfHgv9PydDwcWFgYKj.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: এবার চাল চুরির অভিযোগ উঠল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মন্ডলিকা প্রাথমিক বিদ্যালয়ের।
অভিযোগ, বিদ্যালয়ে রান্নার কাজে যুক্ত থাকা স্ব সহায়ক দলের মহিলারা প্রধান শিক্ষকের চাল চুরির প্রতিবাদ করলে তাদের শ্লীলতাহানির হুমকি দেয় ওই অভিযুক্ত প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরেই চলে আসছিল এই ধরনের কুকীর্তি। অবশেষে সোমবার দুপুরে স্ব সহায়ক দলের মহিলারা অভিযুক্ত শিক্ষককে দড়ি দিয়ে বেঁধে বিদ্যালয় থেকে টানতে থাকে। অবশেষে কেশপুর থানার পুলিশ গিয়ে উদ্ধার করে অভিযুক্ত এই শিক্ষককে। ইতিমধ্যেই গ্রামবাসীরা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ও থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগ রান্নার সময় নিম্নমানের সবজি দিয়ে মিড ডে মিল তৈরি করতে বাধ্য করত ওই প্রধান শিক্ষক। পাশাপাশি জ্বালানির কাঠ না থাকলে মেয়েদের শাড়ি খুলে উনুনে দিয়ে রান্না করতে বলত এই অভিযুক্ত শিক্ষক। প্রতিবাদ করলে তাদেরকে বলা হত রাস্তায় ফেলে শ্লীলতাহানি করে দেওয়া হবে। অনেকদিন ধরেই প্রধান শিক্ষক নাকি অত্যাচার করছিল মহিলাদের উপর। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে ওই শিক্ষককে বিদ্যালয় থেকে অপসারিত করতে হবে। কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গরাই বলেন, "এই ধরনের অভিযোগ পুলিশ তদন্ত করে দেখবে। যদি সত্য প্রমাণিত হয় তাহলে সে উপযুক্ত শাস্তি পাবে"।
/anm-bengali/media/media_files/dBdEESdzmu85E2xqztA5.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us