/anm-bengali/media/media_files/Gp6tHlsv7i0GpOTNRDoD.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও জঙ্গি হামলার আজ সাত দিন পার। গত মঙ্গলবার দুপুরের পর থেকেই বদলে গিয়েছিল ছবিটা। আর এবার সেই সাত দিন পর সামনে এল ঘটনার মুহুর্তের এক ভিডিও। এক পর্যটক যখন জিপলাইন করছিল তাঁর ভিডিওতেই ধরা পড়ে হাড়হিম করা ভিডিও। সেই ভিডিওতে জিপলাইন করানো ব্যক্তিটির মুখে শোনা গিয়েছিল ‘আল্লাহ আকবর’, যা নিয়ে নতুন রহস্যের জন্ম দিয়েছে।
/anm-bengali/media/media_files/2025/04/27/p8guhOHk4YoVZ24EpY5n.jpg)
এবার সেই জিপলাইন অপারেটরকে নিয়ে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, “এটি তদন্তের বিষয়। আমিও সেই ভিডিওটি দেখেছি। এর তদন্ত হওয়া উচিত। সত্য বেরিয়ে আসা উচিত। সেখানে কোনও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়নি। ভারত সরকার ছাড়া সবাই জানত যে বিপুল সংখ্যক পর্যটক সেখানে (পহেলগাঁও) আসছেন”।
#WATCH | Lucknow, UP | #PahalgamTerroristAttack | On a Zipline operator, who was heard shouting "Allahu Akbar" in a video, Congress MP Pramod Tiwari says, "This is a matter of investigation. I have also seen that video. There should be an investigation into it...The truth should… https://t.co/b3OVUTMbhQpic.twitter.com/9w0oaVX0Y3
— ANI (@ANI) April 29, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us