‘নিরাপত্তা ছিল না, তারপরও সন্দেহভাজন ব্যক্তিদের ছাড়া উচিত নয়’, কংগ্রেসের সুর মিলছে বিজেপির সাথে

পর্যটকের ভিডিওতেই ধরা পড়ে হাড়হিম করা ভিডিও।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
congress mp pramad tiwari.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও জঙ্গি হামলার আজ সাত দিন পার। গত মঙ্গলবার দুপুরের পর থেকেই বদলে গিয়েছিল ছবিটা। আর এবার সেই সাত দিন পর সামনে এল ঘটনার মুহুর্তের এক ভিডিও। এক পর্যটক যখন জিপলাইন করছিল তাঁর ভিডিওতেই ধরা পড়ে হাড়হিম করা ভিডিও। সেই ভিডিওতে জিপলাইন করানো ব্যক্তিটির মুখে শোনা গিয়েছিল ‘আল্লাহ আকবর’, যা নিয়ে নতুন রহস্যের জন্ম দিয়েছে।

pahalgam

এবার সেই জিপলাইন অপারেটরকে নিয়ে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, “এটি তদন্তের বিষয়। আমিও সেই ভিডিওটি দেখেছি। এর তদন্ত হওয়া উচিত। সত্য বেরিয়ে আসা উচিত। সেখানে কোনও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়নি। ভারত সরকার ছাড়া সবাই জানত যে বিপুল সংখ্যক পর্যটক সেখানে (পহেলগাঁও) আসছেন”।