New Update
/anm-bengali/media/media_files/9YlGMHZE5ssW1tGp3LSa.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা নিয়ে বড় স্বস্তি পেল কেন্দ্র সরকার। আজ সুপ্রিম কোর্ট এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে জাতীয় নিরাপত্তার স্বার্থে পেগাসাস বা অন্য কোনও স্পাইওয়্যার ব্যবহার করা কখনই অন্যায় হতে পারে না। কিন্তু হ্যাঁ এক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই পেগাসাস স্পাইওয়্যার দিয়ে নাগরিক সমাজকে নিশানা করা উচিৎ নয়।
/anm-bengali/media/media_files/vdlQHQCkwgPmcex827SC.jpg)
এর আগেও এই পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা নিয়ে বারংবার বিড়ম্বনার শিকার হতে হয়েছিল নরেন্দ্র মোদির সরকারকে। এই সুপ্রিম রায়ে অবশেষে বড় স্বস্তি পেল কেন্দ্রীয় সরকার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us