সন্ত্রাসী হামলার উস্কানি, ভারত পাকিস্তানের গভীরে আঘাত হানবে! সতর্ক করলেন জয়শঙ্কর

আর কী দাবি করলেন বিদেশমন্ত্রী?

author-image
Anusmita Bhattacharya
New Update
india vs pakistan

নিজস্ব সংবাদদাতা: সন্ত্রাসী হামলার প্ররোচনা দিলে ভারত পাকিস্তানের গভীরে আঘাত হানবে, সতর্ক করে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। উল্লেখ্য, গত মাসে পহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাবে ভারত পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের (পিওজেকে) ৯টি স্থানে নির্ভুল হামলা চালিয়েছিল। জয়শঙ্কর বলেছিলেন যে পহেলগাঁও হামলার মতো বর্বর কর্মকাণ্ডের ক্ষেত্রে সন্ত্রাসী সংগঠন এবং তাদের নেতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে।

পহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুর শুরু করার পর ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে সাক্ষাৎ করা জয়শঙ্কর বলেন যে পাকিস্তান হাজার হাজার সন্ত্রাসীকে প্রকাশ্যে প্রশিক্ষণ দিচ্ছে এবং তাদের ভারতে ছেড়ে দিচ্ছে। জয়শঙ্কর বলেন, "আমরা এই নিয়ে বাঁচব না। তাই তাদের প্রতি আমাদের বার্তা হল, যদি তোমরা এপ্রিলে যে ধরণের বর্বর কাজ করেছিলে, সেই ধরণের কাজ চালিয়ে যাও, তাহলে প্রতিশোধ নেওয়া হবে, এবং সেই প্রতিশোধ সন্ত্রাসী সংগঠন এবং সন্ত্রাসী নেতৃত্বের বিরুদ্ধে নেওয়া হবে"। তিনি আরও বলেন, "তারা কোথায় আছে তা আমরা পরোয়া করি না। যদি তারা পাকিস্তানের গভীরে থাকে, তাহলে আমরাও পাকিস্তানের গভীরে যাব"।

s jaishankar            n