New Update
/anm-bengali/media/media_files/2025/05/15/LiXvma9vCaLufnBr0v1h.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কতোটা আস্পর্ধা হলে এরকমটা হয়। যে দেশ একসময় বিপদে পড়ে ভারতের সাহায্য নিয়েছিল, সেই দেশই এবার শত্রু দেশের হয়ে ভারতে পাঠিয়েছে তাঁদের সেনা। তুরস্কের এতো বড় আস্পর্ধায় অবাক ভারত। গতকালই জানা গিয়েছিল, তুরস্ক তাঁদের মিসাইল, ড্রোন পাঠিয়ে পাকিস্তানকে সাহায্য করেছে। তার প্রমাণও মিলেছে।
এবার জানা যাচ্ছে, শুধুমাত্র ড্রোন বা মিসাইল নয়, নিজেদের সেনা পাঠিয়েছিল তুরস্ক। কীভাবে ড্রোন পরিচালনা করতে হয় সেই ট্রেনিংই দিচ্ছিল তুরস্কের সেনারা। দুই সেনার দেহ ভারতের ভূমিতে পেতেই হাতেনাতে তা প্রমাণ পেল ভারতীয় সেনাবাহিনী। আর এতেই বোঝা যাচ্ছে, বিশ্বাসঘাতক তুরস্ক ঠিক কীভাবে পাকিস্তানের বন্ধু দেশ হয়ে উঠেছে।
/anm-bengali/media/media_files/2025/05/14/B3zOw56235ec8NHPD6JQ.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us