মুম্বাই ভিজেছে বৃষ্টিতে, উত্তর ভারত গ্যাস চেম্বারে পরিণত; হবে কি স্বস্তির বৃষ্টি?
ইসরো তৈরি করল 'বাহুবলী' ইতিহাস, মহাকাশে প্রেরণ করল সবচেয়ে ভারী উপগ্রহ
রাঙ্গারেড্ডির ঘটনায় ভেঙে পড়লেন প্রধানমন্ত্রী, দাঁড়ালেন আহতদের পাশে
রাঙ্গারেড্ডিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চলছে খালি মৃত্যুলীলা
‘১৮ নভেম্বর শপথ’ বিহারে মুখ্যমন্ত্রী পদে শপথ তেজস্বী যাদবের! এবার কথা বললেন স্বয়ং বর্তমান উপমুখ্যমন্ত্রী বিজেপির সাম্রাট চৌধুরীর
পশ্চিমবঙ্গে নারী নির্যাতন ইস্যুতে বিজেপির তীব্র আক্রমণ
উভয়ই কঠোর, খেলা যায় না: ট্রাম্পের বিরল প্রশংসা এই দুই নেতার জন্য! জানলে অবাক হবেন
পাকিস্তানকে নিয়ে বড় দাবি! এবার ট্রাম্প আমেরিকার প্ল্যান ফাঁস করলেন
নয়া দিল্লিতে উদ্বোধন হলো ‘ইমার্জিং সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ (ESTIC) ২০২৫’

Coromandel Express : চারিদিকে পড়ে দেহ, বিবরণ দিতে গিয়ে কাঁপল প্রত্যক্ষদর্শীর গলা

"ভয়াবহ", বললেন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার (Coromandel Express Accident) এক প্রত্যক্ষদর্শী। ঘটনা সম্পর্কে বিবরণ দিতে গিয়ে কেঁপে যাচ্ছিল তার গলা. কখনও ভাবেননি জীবনকালে এরকম কোনও ঘটনার সাক্ষী থাকতে হবে তাকে

author-image
Pritam Santra
New Update
coromandel express accident

নিজস্ব সংবাদদাতাঃ "ভয়াবহ", বললেন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার (Coromandel Express Accident) এক প্রত্যক্ষদর্শী। ঘটনা সম্পর্কে বিবরণ দিতে গিয়ে কেঁপে যাচ্ছিল তার গলা. কখনও ভাবেননি জীবনকালে এরকম কোনও ঘটনার সাক্ষী থাকতে হবে তাকে। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ছুটে এসেছিলেন স্থানীয়রা। প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানের আগে উদ্ধারকার্য শুরু করে দিয়েছিলেন। রেল লাইনের ওপর পড়ে ছিলেন মানুষ। কাতরাচ্ছিলেন যন্ত্রণায়। কারও মাথা কেটে গিয়েছে তো কারও হাত।জানা যাচ্ছে ছিটকে পাশের খালে পড়ে গিয়েছেন কেউ কেউ।  

coromandel express accident

ইতিমধ্যে রেলের পক্ষ থেকে জারি করা হয়েছে হেল্পলাইন নম্বর। উদ্ধারকাজ শুরু করে দিয়েছে এনডিআরেএফ। রেলের পক্ষ থেকে জারি করা হেল্পলাইন নম্বর-  ০৩৩২৬৩৮২২১৭ (হাওড়া), ৮৯৭২০৭৩৯২৫ ও ৯৩৩২৩৯২৩৩৯ (খড়গপুর), ৮২৪৯৫৯১৫৫৯ ও ৭৯৭৮৪১৮৩২২ (বালাসোর), ৯৯০৩৩৭০৭৪৬ (শালিমার))

ফের ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী রইল দেশ। এক লাইনে চলে এসে মুখোমুখি সংঘর্ষ করমণ্ডল এক্সপ্রেস এবং মালগাড়ির। দুর্ঘটনার তীব্রতায় মালগাড়ির ওপর উঠে গিয়েছিল এক্সপ্রেসের ইঞ্জিন। করমণ্ডলের বেশিরভাগ বগি লাইনচ্যুত। মালগাড়িরও কিছু ইঞ্জিন লাইনচ্যুত। ঘটনাটি ঘটেছে ওড়িশার বালেশ্বরের কাছে।