Big Breaking: পাকিস্তানের ৪টি এয়ারবেস ও ড্রোন লঞ্চপ্যাডকে ধ্বংসস্তূপে পরিণত করলো ভারতীয় সেনাবাহিনী
আর কিছুক্ষণ, ফের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী
এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত
আপাতত প্রচণ্ড গরম থেকে মুক্তি, কিন্তু আগামী সপ্তাহ থেকে গরম বাড়বে!
এ কোন সকাল? প্রাণের ঝুঁকিতে আমাদের প্রতিনিধি, শোনা যাচ্ছে পাক-গুলির আওয়াজ
"যখন উপযুক্ত হবে", তখন ক্ষতির পরিমাণ প্রকাশিত হবে! জানাল ভারত
দেশের ৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ! জানিয়ে দেওয়া হল তারিখ
সূর্য ও শনি একসাথে এই ২টি রাশিকে 'আক্রমণ' করবে, এই ভুল করলে জীবন নরকে পরিণত হবে!
রাজ্য জরুরি অপারেশন সেন্টার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী! করলেন পোস্ট

মুর্শিদাবাদ হিংসার ঘটনায় সিট্ গঠন করছেন মমতা ! শেয়ালকে মুরগির দায়িত্ব দেওয়া হচ্ছে কটাক্ষ করলেন অমিত মালব্য

ফের নিজের টুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপি নেতা অমিত মালব্য।

author-image
Debjit Biswas
New Update
mamata banerjee


নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মুর্শিদাবাদ হিংসার ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন যে, তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য একটি সিট্ গঠন করবেন। আর এবার এই বিষয়েই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একহাত নিলেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি এই সিট্ গঠনকে 'শেয়ালকে মুরগির দায়িত্ব দেওয়ার সমান' বলে মন্তব্য করেন।

amit malviya

আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের নিরপেক্ষ তদন্ত করার যোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা, দুটিই হারিয়েছে। এখন পুলিশের বেশিরভাগ কর্মকর্তা, কার্যত তৃণমূলের কর্মীর মতো কাজ করছেন, অথচ তাঁদের বেতন আসে সাধারণ জনগণের করের টাকায়। অন্যদিকে, বর্তমানে মুর্শিদাবাদ পরিদর্শনে থাকা জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) ও জাতীয় মহিলা কমিশন (NCW) সংবিধানিক আদর্শের ভিত্তিতে কাজ করছে এবং সেই করণেই পশ্চিমবঙ্গের জনগণ ভুক্তভোগীদের ন্যায় ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে তাঁদের উপরই বেশি ভরসা করছে।''