নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মুর্শিদাবাদ হিংসার ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন যে, তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য একটি সিট্ গঠন করবেন। আর এবার এই বিষয়েই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একহাত নিলেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি এই সিট্ গঠনকে 'শেয়ালকে মুরগির দায়িত্ব দেওয়ার সমান' বলে মন্তব্য করেন।
/anm-bengali/media/media_files/gmMTCQKa0i5juMvMxHDY.jpg)
আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গ পুলিশ তাদের নিরপেক্ষ তদন্ত করার যোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা, দুটিই হারিয়েছে। এখন পুলিশের বেশিরভাগ কর্মকর্তা, কার্যত তৃণমূলের কর্মীর মতো কাজ করছেন, অথচ তাঁদের বেতন আসে সাধারণ জনগণের করের টাকায়। অন্যদিকে, বর্তমানে মুর্শিদাবাদ পরিদর্শনে থাকা জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) ও জাতীয় মহিলা কমিশন (NCW) সংবিধানিক আদর্শের ভিত্তিতে কাজ করছে এবং সেই করণেই পশ্চিমবঙ্গের জনগণ ভুক্তভোগীদের ন্যায় ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে তাঁদের উপরই বেশি ভরসা করছে।''