/anm-bengali/media/media_files/K1sJmWud8m2xMgwbWGRW.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন নিয়ে এক বড় মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন,“২০২৬ সালে তামিলনাড়ুতে বিজেপি-এআইএডিএমকে (AIADMK) জোটের সরকার গঠিত হবে।" এরপর তিনি আরও বলেন, “আমি দিল্লিতে থাকি, কিন্তু আমার কান সবসময় তামিলনাড়ুর দিকেই থাকে।” এরপর ডিএমকে নেতাদের প্রতি কটাক্ষ করে শাহ বলেন, “এম কে স্টালিন বলেন, অমিত শাহ ডিএমকে-কে হারাতে পারবে না। তিনি ঠিকই বলেছেন। আমি হারাব না, তামিলনাড়ুর জনগণ আপনাদের হারাবে।”
#WATCH | Madurai, Tamil Nadu | Union Home Minister Amit Shah says, "The NDA government of the BJP-AIADMK alliance will be formed here in 2026. I live in Delhi, but my ears are always on Tamil Nadu. MK Stalin says that Amit Shah cannot defeat DMK. He is right. It's not me, but the… pic.twitter.com/N2s7HMnByL
— ANI (@ANI) June 8, 2025