স্রোত বাড়িয়ে ভয়ঙ্কর বিয়াস নদী, চিন্তায় প্রশাসন

মানালিতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
himachal rain cloud brust

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিয়াস নদীর তীব্র স্রোতের কারণে মানালির একাধিক এলাকা এই মুহুর্তে বিধ্বস্ত। এই প্রেক্ষাপটে কুল্লুর এসপি ডঃ কার্তিকেয়ন গোকুল চন্দ্রন এদিন বলেন, "জেলায় প্রায় সব মহকুমাতেই ক্ষয়ক্ষতি হয়েছে। মানালিতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। বিয়াস নদীর তীব্র স্রোতের কারণে জাতীয় মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরাতন মানালির সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে কিন্তু কোনও প্রাণহানি হয়নি"।

himachal pradesh.jpg