BREAKING: দল থেকে ছাঁটাই করে দিয়েছিলেন, ফের পদে ফেরালেন ভাইপোকে!

এবার কোন পদে এলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা:আনন্দ কুমারকে দলের জাতীয় সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করার কয়েকদিন পর, বিএসপি প্রধান মায়াবতী আনন্দ কুমারকে দলের সহ-সভাপতি হিসেবে পুনর্বহাল করলেন। রণধীর বেনিওয়ালকে দলের জাতীয় সমন্বয়কারী হিসেবে নিয়োগ করলেন ও রামজি গৌতমকে জাতীয় সমন্বয়কারী হিসেবে অব্যাহত রাখেন।

mayawati-and-akash-anand.webp