নিজস্ব সংবাদদাতা - এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রসঙ্গে বড় মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন,''আজ প্রধানমন্ত্রী আদমপুর গেছেন, আমরা চেয়েছিলাম যে উনি যেন কাশ্মীরেও একবার যান। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলুন। গোটা দেশ ওনাকে সমর্থন করেছে। সব ধর্ম, সব শ্রেণির মানুষ ওনার পাশে থেকেছেন। তবুও এই বিষয়ে কিছু প্রশ্ন থেকেই যাবে, যেগুলির উত্তর জাতির উদ্দেশ্যে ওনার ভাষণে আমরা আশা করেছিলাম।”
/anm-bengali/media/media_files/Z9tBAQTOyEJFQ5fHrXh8.webp)
BREAKING: চেয়েছিলাম প্রধানমন্ত্রী কাশ্মীরেও যান ! হঠাৎ কেন এই কথা বললেন অধীর রঞ্জন চৌধুরী ?
কি বললেন অধীর রঞ্জন চৌধুরী ?
নিজস্ব সংবাদদাতা - এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রসঙ্গে বড় মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন,''আজ প্রধানমন্ত্রী আদমপুর গেছেন, আমরা চেয়েছিলাম যে উনি যেন কাশ্মীরেও একবার যান। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলুন। গোটা দেশ ওনাকে সমর্থন করেছে। সব ধর্ম, সব শ্রেণির মানুষ ওনার পাশে থেকেছেন। তবুও এই বিষয়ে কিছু প্রশ্ন থেকেই যাবে, যেগুলির উত্তর জাতির উদ্দেশ্যে ওনার ভাষণে আমরা আশা করেছিলাম।”