সত্য ও সততার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে হিন্দু ধর্ম ! হিন্দু ধর্ম নিয়ে বড় মন্তব্য করলেন মোহন ভাগবত

কি বললেন মোহন ভাগবত ?

author-image
Debjit Biswas
New Update
Mohan Bhagwat

নিজস্ব সংবাদদাতা : হিন্দু ধর্ম এবং হিন্দুত্বের মূল ভিত্তি হলো সত্য ও সততা আজ এমনটাই দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, এই দুটি নীতিই হিন্দু আদর্শের কেন্দ্রবিন্দু। মোহন ভাগবত বলেন, "হিন্দু ধর্ম, হিন্দু আদর্শ সবটাই সত্য ও সততার ওপর নির্ভরশীল।" তিনি আরও বলেন, ''হিন্দুত্ব কোনো নির্দিষ্ট ধর্মীয় গ্রন্থ বা আচারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি জীবনদর্শন যা সত্য, সততা এবং নৈতিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত।''

hinduflag