কমনওয়েলথ গেমস-এ দরপত্র জমা পড়লো মন্ত্রিসভার

যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের প্রস্তাব অনুমোদন করেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GAMES-COMMONWEALTH-INDIA-0_1756300636110_1756300644238-ezgif.com-avif-to-jpg-converter

File Picture

নিজস্ব সংবাদদাতা: কমনওয়েলথ গেমস (CWG) ২০৩০ এর জন্য দরপত্র জমা দেওয়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০৩০ এর কমনওয়েলথ গেমসের (CWG) জন্য দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের প্রস্তাব অনুমোদন করেছে। সংশ্লিষ্ট মন্ত্রক, বিভাগ এবং কর্তৃপক্ষের প্রয়োজনীয় গ্যারান্টি সহ হোস্ট সহযোগিতা চুক্তি (HCA) স্বাক্ষর করার এবং দরপত্র গৃহীত হলে গুজরাট সরকারকে প্রয়োজনীয় অনুদান সহায়তার অনুমোদন দিয়েছে।

GzWpbSOWYAAKQh4