New Update
/anm-bengali/media/media_files/ji6Lv7GfiS0HWEImlKYK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সিজিও কমপ্লেক্সে নয়, দিল্লিতেই থাকবেন আগামী ৩ অক্টোবর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মঙ্গলবার ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এরপরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে ইডির তাহলে পরবর্তী পদক্ষেপ কী? রাজনৈতিক মহলের একাংশ বলছে, অভিষেককে গ্রেফতারির মতো পদক্ষেপ নেবে কি ইডি? আগামী দিনে কী হয় তার জন্য সকলকে একটু অপেক্ষা করতে হবে বৈকি।
আজ অভিষেক এজ টুইট বার্তায় লেখেন, ‘বাংলার প্রতি বঞ্চনা এবং তার ন্যায্য পাওনার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। পৃথিবীর কোনও শক্তিই পশ্চিমবঙ্গের জনগণ এবং তাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করার জন্য আমার উৎসর্গকে বাধা দিতে পারে না। আমি ২ ও ৩ অক্টোবর দিল্লিতে বিক্ষোভে যোগ দেব। পারলে আমাকে থামাও!’