/anm-bengali/media/media_files/OUj7OQJDC0YlgU5N7xp0.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মার্চের আজ ১৫ তারিখ। আর এর মধ্যেই বহু বাড়িতে চলতে শুরু করে দিয়েছে এসি। কারণ একটাই এই ভরা বসন্তে পাখার হাওয়া গায়ে লাগছে না। অস্বস্তিকর গরম আর তার সাথে বেলা গড়াতেই লু বওয়া, এই সবই শুরু হয়ে গিয়েছে এই ভরা বসন্তেই। এমনই অসহ্যকরগরম এখন ভোগ করতে হচ্ছে বঙ্গবাসীকে।
এই সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা গিয়েছে। হয়েছে শিলাবৃষ্টিও। তবে যে সব জেলায় এখনও ঝড়বৃষ্টির দেখা মেলেনি, সেই সব এলাকায় রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। সূর্যের তাপ সেই অর্থে না থাকলেও অস্বস্তিজনিত গরম সমস্যায় ফেলছে জেলাবাসীকে। আজ সকাল থেকেও দেখা যাচ্ছে একই ছবি।
/anm-bengali/media/media_files/hLyL7ZnfM7mPfkDaz6gk.jpg)
আজ হাওড়ার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। বাতাসে হাওয়ার গতিবেগ ঘন্টায় ৪ কিলোমিটার। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়বে বলেই জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/pPNe0y2P0O8VrJEShp8c.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us