ইউসিসি নিয়ে কি বলতে চাইলেন সুশীল মোদি?

'সুপ্রিম কোর্ট বলেছে ইউনিফর্ম সিভিল কোড যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করা উচিত। এটা বারবারই বলছে আদালত। আমি বুঝতে পারছি না কেন হিন্দু ও মুসলমানদের বিয়ের জন্য একই বয়স নির্ধারণ করা যায় না', বলছেন সুশীল মোদি।

New Update
Sushil-Kumar-Modi (1)

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ইউসিসি নিয়ে ইতিমধ্যেই সরব হতে শুরু করেছেন বিরোধীরা। মোদির এই আইনের পক্ষে সমর্থনেই যত গোল বেঁধেছে। এই ‘এক দেশ, এক আইন’ নিয়ে তাই দেশ জুড়েই শুরু হয়েছে চাপা উত্তেজনা। এরই মধ্যে আরও একটু ধোঁয়া দিলেন বিজেপি সাংসদ।

আইন ও বিচার সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান এবং বিজেপি সাংসদ সুশীল মোদি এদিন জানিয়েছেন, “এক ডজনেরও বেশি মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করা উচিত। এটা বারবারই বলছে আদালত। আমি বুঝতে পারছি না কেন হিন্দু ও মুসলমানদের বিয়ের জন্য একই বয়স নির্ধারণ করা যায় না। ইউসিসি ধর্মীয় রীতি-নীতি ও আচার-অনুষ্ঠানে প্রভাব ফেলবে বলে প্রচার করা হচ্ছে। ফৌজদারি আইন যদি দেশের সব মানুষের জন্য সমান হয়, তাহলে দেওয়ানি আইন কেন এমন হতে পারে না?”

এদিন কার্যত এমনই প্রশ্ন তুলে দিয়েছেন সুশীল মোদি, যা নিয়ে শুরু হয়েছে নতুন তর্জা।