ভয়াবহ যুদ্ধ, গোলাবর্ষণ, ধ্বংস ত্রাণ কেন্দ্র! মৃত্যুর ঘরে ৩ জন

অব্যাহত রাশিয়া ইউক্রেন যুদ্ধ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
,মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে রুশ বাহিনী একটি সহায়তা কেন্দ্র, একটি চিকিৎসা ভবন ও বাসভবনে হামলা চালিয়ে তিনজনকে হত্যা ও অন্তত ১১ জনকে আহত করেছে।

দেশটির সামরিক প্রশাসনের প্রধান রোমান ম্রোচকো জানিয়েছেন, 'দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে গোলাবর্ষণে দুইজন নিহত ও দুইজন আহত হয়। রাশিয়ার একটি প্রজেক্টাইল মেডিকেল ভবনে আঘাত হানলে চার জন চিকিৎসকও আহত হয়েছেন।'

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, "শহরটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মানবিক কেন্দ্র 'আই অ্যাম খেরসন' লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কোনো কর্মী বা দর্শনার্থী আহত হননি।" 

hire