/anm-bengali/media/media_files/95rUQrcVQvmPmPLn8bn8.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ বিহারে বিষ মদ কাণ্ড নিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, "এটা দুর্ভাগ্যজনক যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এখনও শোক প্রকাশ করেননি। নিহতদের দেখতেও কেউ যায়নি। সমস্যা হচ্ছে সরকার তার ভুলগুলো আড়াল করার চেষ্টা করছে। এই লোকেরা দেখাতে চায় যে বিষাক্ত মদ্যপানের কারণে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। বিহার সরকারের গোটা আবগারি দফতর এখন গ্যাং হিসেবে কাজ করছে। এমন একজন কর্মকর্তাও নেই যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিহারের এমন কোনও গ্রাম নেই যেখানে মদ পাওয়া যায় না। মুখ্যমন্ত্রী শুধু ছবি তোলার জন্য রিভিউ মিটিং করেন। যদি রিভিউ মিটিং হয়, তাহলে ফলাফল কী হয়? কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে? আশ্চর্যের বিষয় হল, ডিজিপি তাঁর রিভিউ মিটিংয়ে উপস্থিত থাকেন না এবং প্রিন্সিপাল সেক্রেটারিও উপস্থিত থাকেন না। আমরা মনে করি, মুখ্যমন্ত্রীর হাতে বিহার নিরাপদ নয়। ডাবল ইঞ্জিন সরকার ফ্লপ হয়েছে।"
#WATCH | Patna: On the hooch tragedy in Bihar, RJD leader Tejashwi Yadav says, "...It is unfortunate that Bihar Chief Minister Nitish Kumar has not yet expressed condolences...No one has even gone to see the victims...The problem is that the government is trying to hide its… pic.twitter.com/iJljzQ2TeA
— ANI (@ANI) October 17, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us