/anm-bengali/media/media_files/2025/05/01/1000196874-883495.jpg)
নিজস্ব সংবাদদাতা : ইসরায়েলের মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বুধবার থেকে শুরু হওয়া এই আগুন জেরুজালেম ও তেল আভিভের মাঝামাঝি লাটরুন এলাকায় প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকা পুড়িয়ে দিয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫০-র বেশি দল কাজ করেছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে অন্তত ১২ জনকে হাসপাতালে নিতে হয়েছে, তবে কারও মৃত্যুর খবর এখনো পাওয়া যায়নি। দমকল বাহিনীর ১৭ জন সদস্য আহত হয়েছেন।
/anm-bengali/media/media_files/2025/05/01/1000196875-902419.jpg)
প্রচণ্ড গরম, শুকনো বাতাস আর দমকা হাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। ফায়ার অফিসার শ্লোমি হারুশ জানিয়েছেন, তিনি ২৪ বছর ধরে এই পেশায় আছেন, কিন্তু এমন আগুন খুব কমই দেখেছেন। ঘটনার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। জেরুজালেমের কাছাকাছি ১২টি শহর থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তাদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে ফ্রান্স, ইতালি ও স্পেন বিমান পাঠিয়ে সাহায্য করেছে।
/anm-bengali/media/post_banners/A6bbD2mkszgJkbrCo8YA.jpg)
এই আগুনের কারণে ইসরায়েলের স্বাধীনতা দিবসের সব সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়। আগুনের কারণে বন্ধ হয়ে যাওয়া জেরুজালেম-তেল আভিভ মহাসড়ক এখন খুলে দেওয়া হয়েছে। আগুন লাগার কারণ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বলছেন, এটি জলবায়ু সংকটের ফল। আর প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, এটি ইচ্ছাকৃত আগুন। তিনি জানিয়েছেন, ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ পরে জানায়, মাত্র ৩ জন সন্দেহভাজন আটক রয়েছে, এবং তাদের সঙ্গে দাবানলের সরাসরি কোনো সম্পর্ক এখনো প্রমাণিত হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us