New Update
/anm-bengali/media/media_files/2025/05/02/RIBeyRLJNMVmLQGrhHCo.jpg)
নিজস্ব সংবাদদাতা : মার্কিন সরকারের শুল্ক নীতির কারণে iPhone তৈরি করতে অ্যাপলের খরচ অনেক বেড়ে যাচ্ছে। কোম্পানির সিইও টিম কুক জানিয়েছেন, চলতি বছরে শুধু শুল্কের জন্যই তাদের প্রায় ৯০০ মিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হতে পারে।
/anm-bengali/media/media_files/kfelR8UunuIPAKbuLrvK.jpeg)
অ্যাপলের বেশিরভাগ iPhone তৈরি হয় চীনে। সেখানে আমদানি শুল্ক বাড়ায় এই খরচের চাপ এসেছে। যদিও এখন iPhone-এর ওপর সর্বোচ্চ ২০% শুল্ক আরোপ করা হয়েছে। এই চাপ কমাতে অ্যাপল ভারতে উৎপাদন বাড়াচ্ছে। কুক বলছেন, ভবিষ্যতে আমেরিকায় বিক্রি হওয়া iPhone-এর বেশিরভাগই ভারতে তৈরি হবে।
/anm-bengali/media/media_files/2025/03/09/XLatqocWcOhU4UwUi6Rd.jpg)
তবে অ্যাপলের যুক্তরাষ্ট্রে যে ৫০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা রয়েছে, তা iPhone তৈরির জন্য নয়, বরং ডেটা সার্ভার ও প্রশিক্ষণ একাডেমির জন্য। চিপ উৎপাদনের জন্য অ্যাপল এবার আমেরিকার ১২টি রাজ্য থেকে ১৯ বিলিয়নের বেশি চিপ কিনবে বলেও জানিয়েছেন টিম কুক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us