দক্ষিণবঙ্গে দুর্যোগ, পারদ পতনে স্বস্তি! আজ কলকাতা-সহ রাজ্যের আবহাওয়ার রিপোর্ট জানুন

আজ ২ মে দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। হু হু করে নামছে তাপমাত্রা। উত্তরবঙ্গেও বৃষ্টি, জেনে নিন আপনার জেলার আবহাওয়া আপডেট।

author-image
Debapriya Sarkar
New Update
Rain

নিজস্ব সংবাদদাতা : গত কয়েকদিন ধরে টানা কালবৈশাখী আর ঝড়-বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন গরমের হাত থেকে। এপ্রিলের শেষে যেখানে অনেক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল, এখন তা ৩০ ডিগ্রির ঘরে নেমে এসেছে। হু হু করে নামছে পারদ। আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে উঠেছে।

rain

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আজ শুক্রবারও দক্ষিণবঙ্গের আবহাওয়া খুব একটা ভালো থাকার সম্ভাবনা নেই। রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে আজ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এইসব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতার আবহাওয়াও আজ কিছুটা পরিবর্তনের মুখে। শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রাও বেশ কম থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। ফলে আজ শহরবাসীরা গরম থেকে কিছুটা স্বস্তি পাবেন।

rain

এদিকে উত্তরবঙ্গেও আজ দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎও দেখা যেতে পারে। কাল শনিবারও এই জেলাগুলিতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে কালবৈশাখী ঝড় বইতে পারে।

অন্যদিকে, বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। সবমিলিয়ে দক্ষিণ এবং উত্তর – দুই বঙ্গেই এখন ঝড়-বৃষ্টি এবং তাপমাত্রা কমার প্রবণতা দেখা যাচ্ছে।