ভগ্নপ্রায় কাঠের পুল দিয়েই চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত
কবে মিলবে ভ্যাপসা গরম থেকে মুক্তি ? দেখে নিন আবহাওয়ার রিপোর্ট
কেমন যাবে কুম্ভ ও মীন রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে ধনু ও মকর রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে তুলা ও বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে সিংহ ও কন্যা রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মিথুন ও কর্কট রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
কেমন যাবে মেষ ও বৃষ রাশির জাতকদের আজকের দিনটি ? কি বলছে আজকের রাশিফল ?
ধাক্কা লেগে পড়ে গিয়েছিল খাবার ! লোহার রড দিয়ে মেরে সহকর্মীকে খুন করে দিল ১৯ বছরের তরুণ

প্রমিস ডে-তে রিলসে ব্যস্ত সাংসদ নুসরত ! ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

কার্যত জ্বলছে সন্দেশখালি।

author-image
Adrita
New Update
ড

নিজস্ব সংবাদদাতাঃ অগ্নিগর্ভ সন্দেশখালি। এক মাস ধরে চলছে এই পরিস্থিতি। শেখ শাহজাহানকে ঘিরে তৈরি হয়েছে এই অশান্তি। তবে এই পরিস্থিতিতেও সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ বসিরহাটের সাংসদ নুসরত জাহান। ভালোবাসার সপ্তাহে রিলসে মজেছেন তিনি। সন্দেশখালির পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে ১৪৪ ধারা জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। সন্দেশখালিতে এত অশান্তি সত্ত্বেও দেখা মেলেনি এলাকার সাংসদ নুসরত জাহানের।

এলাকা পরিদর্শনে যাওয়া তো দূর। সন্দেশখালি প্রসঙ্গে একটি কথাও বলেননি তিনি। সম্প্রতি বিমানবন্দরে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তাও এড়িয়ে যান তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অ্যাকটিভ তিনি। ভালোবাসার সপ্তাহ জুড়ে বিভিন্ন রকমের ছবি, ভিডিও পোস্ট করছেন নিজের ইনস্টাগ্রামে। ১১ ফেব্রুয়ারি অর্থাত্‍ প্রমিস ডে-তে একটি গিফটের রিল আপলোড করেছে সাংসদ। কিন্তু সন্দেশখালির মানুষজন পাচ্ছেন না তাঁকে। যা নিয়ে রীতিমতো বিরক্ত এলাকার বাসিন্দারা। সাংসদকে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরাও।

স

cityaddnew

স