ভয়াবহ, বাজারে বোমা হামলা! মুহূর্তে সব শেষ, নিহত ২০

সুদানে দুই সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ সুদানের রাজধানী খার্তুমের শহরতলির একটি বাজারে রবিবার গোলাবর্ষণে ২০ জনেরও বেশি লোক নিহত হয়েছে বলে গণতন্ত্রপন্থী আইনজীবীদের একটি কমিটি এক বিবৃতিতে জানিয়েছে।

গত এপ্রিলের পর থেকে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) অধিনায়কের লড়াইয়ে এটি সর্বশেষ রক্তক্ষয়ী ঘটনা।

গণতন্ত্রপন্থী আইনজীবীদের কমিটির এক বিবৃতিতে বলা হয়, ওমদুরমানের বাজারে দুই পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময়ের সময় এই ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, '২০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। কমিটি সংঘাতের সময় মানবাধিকার লঙ্ঘন এবং এর বেসামরিক ভুক্তভোগীদের উপর নজর রাখছে।' 

hire