/anm-bengali/media/media_files/j6x12YzeeFR8aoOdovRr.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বালেশ্বরের বাহানাগা বাজারের সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কথা এখনও কেউ ভুলে যায়নি। সেই ট্রেন দুর্ঘটনার তদন্ত চলছে এখনও। আর এরই মধ্যে ‘রেলে ঢালাও বদলি’। খড়গপুর ডিভিশনে সেই বদলি হয়েছে বলে খবর। আর এরপরই এই বদলি নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। টুইট করে তিনি লিখেছেন,
‘বালেশ্বরের বাহানাগা বাজারের তিন ট্রেনের ভয়াবহ সংঘর্ষ ও মৃত্যুমিছিলের পর আজ আচমকা রেলে ঢালাও বদলি। যদি নিজেদের গাফিলতি না থাকবে, তাহলে এতবড় বদলি কেন?’ এরপর টুইটে প্রমাণ হিসেবে কিছু নথির ছবি পোস্টও করেছেন তিনি।
Breaking
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 22, 2023
বালেশ্বরের বাহানাগা বাজারে তিন ট্রেনের ভয়াবহ সংঘর্ষ ও মৃত্যুমিছিলের পর আজ আচমকা রেলে ঢালাও বদলি।
যদি নিজেদের গাফিলতি না থাকবে, তাহলে এতবড় বদলি কেন?
( Hello গদ্দার, কেন্দ্রের সার্কুলার আমাদের কাছেও আসে। অডিও ক্লিপ ফাঁস নিয়ে যে এত হুমকি আর কাঠি দিলে, তার কিছু এগলো?) pic.twitter.com/8oJqpAQGOc
মূলত টুইট দিয়ে কেন্দ্রকেই একহাত নিয়েছেন তিনি।