/anm-bengali/media/media_files/Mx0yeuqwn42DlD5kkytI.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গতকাল বঙ্গবাসীকে চমকে দিয়ে পদ্ম হাতে তুলে নিয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। আর আজ চমক দিলেন আরেকজন। সকাল সকাল এক্স হ্যান্ডেল থেকে নিজের রাজনৈতিক পরিচয় মুছে দিলেন কুণাল ঘোষ। এখন তাঁর পরিচয় শুধুই সাংবাদিক ও সমাজকর্মী। কিন্তু কি এমন হল, যে রাতারাতি নিজের রাজনৈতিক পরিচয় মুছে দিলেন কুণাল ঘোষ?
/anm-bengali/media/media_files/Wgw35U5l3VCZyTBEoFfe.png)
যা মনে করা হচ্ছে, গতকাল রাতে একটি লেখা পোস্ট করেছিলেন তৃণমূলের মুখপাত্র। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক, তৃণমূল দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না”।
নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক, @AITCofficial দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 29, 2024
তাঁর এই পোস্টের পরই নিজের রাজনৈতিক পরিচয় মুছে দেন কুণাল ঘোষ। দলের কোনও শীর্ষ নেতৃত্বের ওপরই ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে তিনি কে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us