/anm-bengali/media/media_files/1mGkeHlxYhuw6IOTkRqM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবহাওয়া দফতরের (IMD) আগাম আভাস আগেই ছিল। সেই মতো মঙ্গলবার বিকেল থেকে বদলেছে আবহাওয়া (Weather Update)। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ঝড়, বৃষ্টি (Thunderstorm)। মাথা বাঁচাতে অনেকেই গাছের নীচে আশ্রয় নেন। কিন্তু ভুলেও এই কাজ করবেন না. কারণ ঝড়, বৃষ্টির সঙ্গে থাকে বজ্রপাত হওয়ার সম্ভাবনা। বিশেষ করে কালবৈশাখীর সময় বাজ পড়ার ঘটনা নতুন নয়. গাছে বজ্রাঘাতের কথাও শোনা যায়। ফলত কোনো গাছের তলায় না দাঁড়ানোই হবে বুদ্ধিমানের কাজ।