নিজস্ব সংবাদদাতা: আসন্ন লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে বিজেপি। এরপর রাজ্যে উপনির্বাচনে বিজেপি প্রার্থীর তালিকা প্রকাশ করা হল।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/03/Large-Image-Sajal-Ghosh-BJP.jpg)
রাজ্যে ২টি কেন্দ্রে হবে এই উপনির্বাচন। ভগবানগোলা ও বরানগর-বিধাননগর কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, ভগবানগোলায় ভাস্কর সরকার ও বরানগরে সজল ঘোষকে টিকিট দিল বিজেপি শিবির।
/anm-bengali/media/post_attachments/a1ed3ec8-e35.jpg)
/anm-bengali/media/post_attachments/1e853448f2869b94015e1621270626a070a3410b47d2d757eb11813d268e9d33.webp)