/anm-bengali/media/media_files/z0pTg7Ae11WOdfnmAZ7k.jpg)
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সারা রাত ও শুক্রবার ভোর পর্যন্ত জম্মুর সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের সেনার সঙ্গে ভারতের গুলির লড়াই চলে। পাকিস্তান ক্রমাগত যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গুলি চালাতে থাকে। পাল্টা জবাব দেয় ভারত। তারমধ্যেই জম্মুর সাম্বার সেক্টরে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করে জইশ-ই মহম্মদের একটা বড় সংখ্যার জঙ্গি। তবে বিএসএফের গুলিতে জইশ ই মহম্মদের সাত জঙ্গি নিকেশ হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, "কাঠুয়ার জেলাশাসক শ্রী রাকেশ মিনহাসের কাছ থেকে গত ২৪ ঘন্টায় এলাকায় পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। আন্তর্জাতিক সীমান্তের (আইবি) কাছাকাছি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। কোনও নাগরিক যাতে অসুবিধার সম্মুখীন না হন এবং বিনামূল্যে পরিবহন সুবিধা প্রদান করা হয় তা নিশ্চিত করার জন্য প্রশাসন যথাসাধ্য চেষ্টা করছে। এই পরিস্থিতিতে সকলের যৌথ, সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।"
/anm-bengali/media/media_files/2025/05/09/ZhJL3MiRDlD2t10JC77c.jpg)
#Kathua:
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) May 9, 2025
Just now received feedback of last 24 hours from DM Kathua, Sh Rakesh Minhas.
The evacuation of the residents from areas close to the International Border (IB) is being carried out smoothly.
The administration is doing everything to make sure that no inconvenience is…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us