বিনিদ্র রাত! সীমান্তবর্তী পরিস্থিতির ওপর সারা রাত নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী সারারাত ধরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র আক্রমণের উপর নজর রেখেছিলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পাকিস্তান ভারতের সীমান্তবর্তী চারটে রাজ্যের একাধিক অঞ্চলকে লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।  মধ্যরাতের পর থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হার কিছুটা কম করে দেয় পাকিস্তান। তবে উড়ি সেক্টরে ব্যাপক গুলির লড়াই চলে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে। সারারাত ধরে উড়ি সহ সীমান্তবর্তী বেশ কয়েকটি অঞ্চলে টানা গুলির লড়াই চলে।  এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা রাত দেশের সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি নজরে রাখেন। জানা গিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রতি নিয়মত পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপডেট দেন। 

Modi