/anm-bengali/media/post_banners/UIeT9UpwSye744AEegjU.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের এখনও খানিক দেরি রয়েছে। তেলঙ্গানা, রাজস্থান-সহ ৫ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনেরও এখনও দিনক্ষণ ঘোষিত হয়নি। তার আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গ-সহ ৬ রাজ্যের ৭ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। এই উপনির্বাচন আপাত দৃষ্টিতে খুবই সাধারণ হলেও ইন্ডিয়া জোটের কাছে প্রথম পরীক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। স্বাভাবিকভাবেই এই ৭ কেন্দ্র জিততে মরিয়া ‘ইন্ডিয়া’ জোট।
#WATCH | Jharkhand: Voting for Dumri Assembly by-polls underway
— ANI (@ANI) September 5, 2023
(Visuals from booth no. 347) pic.twitter.com/0LWBHj8CoZ
আগে দেখে নেওয়া যাক, কোন ৭ কেন্দ্রে চলছে বিধানসভা উপনির্বাচন –
পশ্চিমবঙ্গের ধূপগুড়ি, উত্তরপ্রদেশের ঘোসি, উত্তরাখণ্ডের বাগেশ্বর, কেরলের পুথুপল্লি, ঝাড়খণ্ডের দুমরি এবং ত্রিপুরার ধানপুর ও বক্সানগরে ভোট চলছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি, ঝাড়খণ্ডের দুমরি, কেরলের পুথুপল্লি, ত্রিপুরার ধানপুর এবং উত্তরাখণ্ডের বাগেশ্বর কেন্দ্রে বিধায়কের মৃত্যু হয়েছে। তাই এই ৫ কেন্দ্রে চলছে উপনির্বাচন। অন্যদিকে বাকি ২ কেন্দ্র; উত্তরপ্রদেশের ঘোসি এবং ত্রিপুরার বক্সানগরে বিধায়ক পদত্যাগ করায় চলছে নির্বাচন।
#WATCH | Kerala: Voting for Puthupally Assembly by-polls underway
— ANI (@ANI) September 5, 2023
(Visuals from Booth No. 10) pic.twitter.com/nQpNI0WlE3
জানা গিয়েছে, দুমরি ও পুথুপল্লি এলাকার বিধায়ক ছিলেন অবিজেপি দলের নেতা। স্বাভাবিক ভাবেই এই নির্বাচন ‘ইন্ডিয়া’ জোটের কাছে শক্তি প্রদর্শনের লড়াই হিসেবেই চিহ্নিত হচ্ছে। ঝাড়খণ্ডের দুমরি কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজ্যের শাসকদলের নেতা জগরনাথ মাথো। বিধায়কের মৃত্যু হওয়ায় এবার ওই কেন্দ্রে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে দাঁড়িয়েছেন তাঁর স্ত্রী বেবী দেবী। অন্যদিকে, গতবারের পরাজিত প্রার্থী যশাদাদেবী এবারের এনডিএ প্রার্থী। ফলে দুই মহিলা প্রার্থীর মধ্যে জোর টক্কর চলছে বলাই যায়।
#WATCH | Tripura: Voting in Dhanpur Assembly elections underway; visuals from Jharajala Senior Basic School, ADC Village. pic.twitter.com/ThR4B568rP
— ANI (@ANI) September 5, 2023
আবার কেরলের পুথুপল্লির বিধায়ক ছিলেন কংগ্রেস নেতা তথা দু-বারের মুখ্যমন্ত্রী উম্মেন চণ্ডী। এবার তাঁর ছেলে কুঞ্জুন্নু এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন। ফলে এই দুটি কেন্দ্রে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই কেন্দ্রে আবার জোটের বাইরে গিয়ে প্রার্থী দিয়েছে আম আদমি পার্টি। এবারেই প্রথমবার পথুপল্লি কেন্দ্রে প্রার্থী দিল আপ।
অন্যদিকে, ত্রিপুরার দুটি কেন্দ্রেই বিজেপি এগিয়ে রয়েছে বলে মত রাজনৈতিক মহলের। অবশ্য সেক্ষেত্রে সিপিআইএম-এর দাবি, ত্রিপুরার অন্যতম দল, ত্রিপরা মোখা তাঁদের সমর্থন করছে। তাই জয়ের হার কোনদিকে এগোবে, তা ফলাফলেই বোঝা যাবে।