স্বাধীনতা দিবসে এ কি বলে দিলেন কেজরিওয়াল

৭৭তম স্বাধীনতা দিবসে সকল দেশবাসীর উদ্দেশ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাখলেন বিশেষ বার্তা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Kejriwal-4_202208161337004029_H@@IGHT_0_W@@IDTH_600.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী। ৭৭তম স্বাধীনতা দিবসে সকল দেশবাসীর উদ্দেশ্যে রাখলেন বিশেষ বার্তা।

বললেন, “সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই মহিমান্বিত মুহুর্ত উপলক্ষ্যে, আসুন আমরা সকল দেশবাসী অঙ্গীকার করি যে আমরা একসাথে দেশের প্রতিটি শিশুর জন্য সর্বোত্তম শিক্ষার ব্যবস্থা করব, প্রতিটি ব্যক্তির জন্য ভাল চিকিত্সার ব্যবস্থা করব, আমরা একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাব এবং ভারতকে উন্নত করব। জয় হিন্দ!”