New Update
/anm-bengali/media/post_banners/kmzn9pg5x3N08EPzG1zm.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজ্য বাজেটে ঘোষণার দু'বছর পরেও চালু হল না 'সমুদ্রসাথী প্রকল্প'৷ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি রাজ্যের সামুদ্রিক মৎস্যজীবীদের। ইলিশ-সহ সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ১৫ এপ্রিল থেকে সামুদ্রিক মৎস্য শিকারের ওপর নিষেধাজ্ঞা চালু হয়েছে। চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। এই দু'মাস সামুদ্রিক মৎস্যজীবীরা মৎস্য শিকারে যেতে পারবেনা। এই দু'মাস কার্যত কোনও কাজ থাকে না সামুদ্রিক মৎস্যজীবীদের। রাজ্যের চারটি জেলা উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ার প্রায় ৪ লক্ষ প্রান্তিক মানুষ এই পেশায় যুক্ত। এই মৎস্যজীবীদের কথা ভেবে রাজ্য বাজেটে দু'মাস ৫ হাজার করে ১০ হাজার টাকা ভাতা ঘোষণা করে সরকার। নাম দেওয়া হয় 'সমুদ্রসাথী'। গতবছর কোন টাকা পাননি মৎস্যজীবীরা। এবার মৎস্য শিকারে নিষেধাজ্ঞা চালু হয়ে গেলেও ভাতা অনিশ্চিত।
/anm-bengali/media/post_banners/E8LGWHO3dV3KwMpQLGlp.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us