BREAKING: সন্ত্রাস দমনে ভারতের পাশেই আমেরিকা ! ভারতকে পূর্ণ সমর্থনের ঘোষণা করলেন এফবিআই (FBI) ডিরেক্টর কাশ প্যাটেল

ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে কি টুইট করলেন এফবিআই (FBI) ডিরেক্টর কাশ প্যাটেল ?

author-image
Debjit Biswas
New Update
KASH PATEL

নিজস্ব সংবাদদাতা : এবার পহেলগাঁও হামলা নিয়ে মুখ খুললেন এফবিআই (FBI) ডিরেক্টর কাশ প্যাটেল। পহেলগাঁও হামলায় প্রাণ হারানো প্রতিটি মানুষের প্রতি গভীর সমবেদনা জানালেন তিনি। পাশাপাশি সন্ত্রাস দমনের ক্ষেত্রে আমেরিকা যে সবসময় ভারতের পাশেই রয়েছে, সে বিষয়েও ইঙ্গিত দিলেন তিনি।

KASH PATEL

আজ এই বিষয়কে কেন্দ্র করেই নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন,''পহেলগাঁও সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো প্রতিটি মানুষের প্রতি এফবিআই (FBI) গভীর সমবেদনা জানাচ্ছে। এই বিষয়ে আমরা ভারতকে সবসময় পূর্ণ সমর্থন দেব। গোটা পৃথিবী জুড়েই আজ সন্ত্রাসবাদীদের বিষবাস্প ক্রমশ ছড়িয়ে পড়ছে। আমরা সেইসমস্ত সাহসী মানুষদের ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে সবথেকে আগে এগিয়ে আসেন।''