/anm-bengali/media/media_files/9m7dHYtvgvDrlEP1Nm36.jpg)
নিজস্ব সংবাদাতাঃ সোমবার রাতেই ঠাসা কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি একাধিক প্রকল্পের শিলান্যাস ও বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ বলে জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। এরই মাঝে অমিত শাহকে 'গো ব্যাক' বলা হল। অমিত শাহকে কার্যত বহিরাগত বলে কটাক্ষ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য কমিটির সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে আমাদের উচিত তাঁর উত্তরাধিকার ও অবদানকে সম্মান জানানো। কোনও বহিরাগতদের মাধ্যমে রাজ্যের শান্তি যাতে বিঘ্নিত না হয় সেটা দেখতে হবে। গো ব্যাক অমিত শাহ (Go Back Amit Shah)।
On Rabindranath Tagore's birth anniversary, we should be honoring his legacy and contributions, not allowing outsiders to disrupt the peace. #GoBackAmitShahpic.twitter.com/y4A43g9B3Y
— Trinankur Bhattacharjee (@TrinankurWBTMCP) May 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us