/anm-bengali/media/media_files/RGpedEjUkATK1nfcHbh3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আরও বহু দল এবার নতুন সংসদ ভবনের (New parliament building) উদ্বোধন অনুষ্ঠান বয়কট করল। জানা গিয়েছে, আগামী ২৮ মে দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করবে ভিদুথালাই চিরুথাইগাল কাচ্চি। এছাড়া বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি, উদ্ধব বালাসাহেব ঠাকরে দল। এনসিপির (NCP) একজন মুখপাত্র জানিয়েছেন, এনসিপি নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে না, দলটি এই ইস্যুতে অন্যান্য সমমনা বিরোধী দলগুলির সাথে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে বিআরএস (BRS) সাংসদ কে কেশব রাও জানিয়েছেন, ‘আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিইনি, তবে আমাদের উপস্থিত থাকার সম্ভাবনা কম, তবে আমরা আগামীকাল আমাদের সিদ্ধান্ত ঘোষণা করব।‘
NCP will not attend the inaugural function of the New parliament building, party has decided to stand with other like-minded opposition parties on this issue: Spokesperson, Nationalist Congress Party (NCP) pic.twitter.com/VQRNlkwd4s
— ANI (@ANI) May 24, 2023
Viduthalai Chiruthaigal Katchi (VCK) will boycott the new Parliament building inauguration in Delhi on 28th May. pic.twitter.com/XXv6U5sRD6
— ANI (@ANI) May 24, 2023
We have not taken any decision yet, we are yet to take a call. It is unlikely that we will attend but we'll announce our decision tomorrow: BRS MP K Keshava Rao pic.twitter.com/jYRMbApwhm
— ANI (@ANI) May 24, 2023