New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণের উদ্বোধনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আমন্ত্রণ পাননি। এই নিয়ে ক্ষুব্ধ আপ মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী মোদি বিশ্ব নেতাদের সামনে বসুধৈব কুটুম্বকম অর্থাৎ বিশ্ব একটি পরিবার এমনটাই ঠিক এক সপ্তাহ আগে বলেছিলেন। এখন আপনার নিজের দেশে, আপনি মেট্রোর উদ্বোধনে তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন না'।
#WATCH | Delhi: On no invitation to Delhi CM Arvind Kejriwal on inauguration of the extension of Delhi Airport Metro Express line, AAP Minister Saurabh Bharadwaj says, "Just a week before PM Modi in front of the world leaders said 'Vasudhaiva Kutumbakam’ meaning the World is a… pic.twitter.com/roq0l28suK
— ANI (@ANI) September 17, 2023