/anm-bengali/media/post_banners/IStAEMYXAZlzbzyeHfFy.jpg)
সুমিত ঘোষ, মালদা: ইংল্যান্ড ইটালি জার্মানির পর এবারে কাতারে পাড়ি দিচ্ছে মালদার আম। কাতারের দোহায় আন্তর্জাতিক উৎসবে মালদার ফজলি লক্ষণভোগ ল্যাংড়ার মতো আটটি প্রজাতির আম প্রতিযোগিতায় অংশ নেবে। বিশ্ববাজারে মালদার আমকে তুলে ধরার জন্য রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা।
জেলার প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে আম চাষ করা হয়। এ বছরে সাড়ে তিন লক্ষ মেট্রিক টনের বেশি উৎপাদন হয়েছে মালদায়। একদিকে বাংলাদেশের রপ্তানি বন্ধ অন্যদিকে করোনার ছোবলে দেশীয় বাজারে সেভাবে বিক্রি হচ্ছে না মালদার আম। তাই উদ্যানপালন দপ্তরের তরফে বিশ্ববাজারে মালদার আমকে তুলে ধরতে উদ্যোগ গ্রহণ করা হয়। ইতিমধ্যে ইংল্যান্ড ইতালি ও জার্মানির পাড়ি দিয়েছে মালদার হিমসাগর ল্যাংড়া। এবার পাড়ি দিচ্ছে সুদূর কাতারে। ৭ ও ৮ জুলাই কাতারের দোহায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক আম উৎসব। সেই উৎসবে অংশগ্রহণ করতে মালদার আম পাড়ি দিচ্ছে কাতারে। একটি প্রজাতির আম কাতারের আম উৎসবে সামিল হবে। ফজলি ল্যাংড়া লক্ষণভোগ এর পাশাপাশি আম্রপালি মল্লিকাও রয়েছে তালিকায়। এদিকে মালদার আম আন্তর্জাতিক উৎসবে জায়গা পাওয়ায় খুশি আম চাষীরা।
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=9096 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=9100
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us