New Update
/anm-bengali/media/post_banners/UxOF7TExl3sbvYuDN6sq.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইস্টবেঙ্গলে মাত্র দুটো গোল করার পর অপমান মাথায় নিয়ে দল ছাড়েন চিমা। এখন তিনি জামশেদপুর এফসির হয়ে খেলেন। সেই জামশেদপুর এফসির হয়ে তিনি খেলেন যে জামশেদপুর এফসি লিগ তালিকার সবচেয়ে উপরে বিরাজ করছে। চিমা-কে নিয়ে তাঁর কোচ আওয়েল কয়েল বলেন, “কারা ওকে নিয়ে সন্দেহ করেছে জানি না। কিন্তু আমার মতো যারা অনেক দিন ধরে ফুটবলে রয়েছে, তারা জানে চিমা একজন অসাধারণ খেলোয়াড়। যারা ওর দক্ষতা নিয়ে সন্দিহান, তারা হয়তো এসসি ইস্টবেঙ্গলের হয়ে ওর মাত্র দু’টো গোলের জন্য এ কথা বলেছেন। দলের পারফরম্যান্সে অবদান রাখতে গেলে যে গোল করতেই হবে, তার কোনও মানে নেই। চিমা আমাদের দলে সেই কাজটাই করে, যাতে প্রমাণ হয় ওর মধ্যে যথেষ্ট গুণ রয়েছে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us