বিদায় বৃষ্টি, দিকে দিকে শীতল হাওয়া, শৈত্য প্রবাহের সতর্কতা
সুরক্ষা নিয়ে প্রশ্ন! এই মেট্রো স্টেশন করে দেওয়া হল বন্ধ
অবৈধ কয়লা খনন বন্ধে তৎপরতা ! কড়া অ্যাকশন নিল CISF
BREAKING: ফের দিল্লিতে বিস্ফোরণ! ছড়িয়ে পড়ল আতঙ্ক
দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বড় আপডেট ! গ্রেপ্তার হলেন গাড়ি পার্ক করা ফাহিম
সোশ্যাল মিডিয়ায় দিল্লি বিস্ফোরণের প্রশংসা,তড়িঘড়ি অ্যাকশন নিলেন হিমন্ত বিশ্ব শর্মা ! আসামে গ্রেপ্তার ১৫
সমাপ্ত হল দীর্ঘ ৪৩ দিনের অচলাবস্থা ! সরকারি অর্থায়ন বিলে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট ট্রাম্প
ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতকদের !
মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে ধনু রাশির জাতকদের !

৪৪ বছরের লাল দুর্গ এখন বিরোধীশূন্য

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
৪৪ বছরের লাল দুর্গ এখন বিরোধীশূন্য

হরি ঘোষ, জামুড়িয়াঃ ৪৪ বছরের লাল দুর্গ এখন বিরোধীশূন্য। গত পৌরনিগমের ১৩টি ওয়ার্ডের মধ্যে দুটি সিপিআইএম নিজের দখলে রাখতে পেরেছিল। এবার কিন্তু সেই দুটি ও তৃণমূলের দখলে। ৪৪ বছর ধরে জামুড়িয়া ছিল বামেদের অধীনে। কিন্তু গত বিধানসভা ভোটে সেটিও ছিনিয়ে নেয় তৃণমূল। বর্তমানে জামুড়িয়ার ১০টি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও আসানসোল পৌর নিগমের জামুড়িয়া বোরো-১ এর অধীন ১৩টি ওয়ার্ড তৃণমূলের। যার ফলস্বরূপ জামুড়িয়ায় বিরোধী-শূন্য।
১৯৯৩ সালে জামুড়িয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতি এলাকাকে নোটিফায়েড করা হয়। ১৯৯৫ সালে জামুড়িয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতি এলাকাকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। জামুড়িয়া পৌরসভা ২৩টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়। ২০১৫ সালে জামুড়িয়া, আসানসোল ,রানীগঞ্জ, কুলটি পৌরসভাকে নিয়ে গঠিত হয় আসানসোল পৌর নিগম। আসানসোল পৌর নিগম গঠনের পর প্রথম বোর্ড তৃণমূল কংগ্রেস গঠন করে। জামুড়িয়া পৌরসভা পরিবর্তন হয় আসানসোল পৌরনিগমের অধীন বোরো-১।