“ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট অত্যন্ত ইতিবাচক”— হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি
ভোরে পাহাড়ে বন্দুকের গর্জন! মণিপুরে সেনার গুলিতে খতম ৪ কুকি জঙ্গি
ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি, “প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা প্রয়োজন”— হোয়াইট হাউস
আকাশে আগুন, রানওয়েতে বিস্ফোরণ! আমেরিকায় কার্গো প্লেন বিধ্বস্ত, মৃতের সংখ্যা বাড়ছে
একদিনের ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে ভারতীয় নারী তারকাদের সাফল্য — স্মৃতি মন্ধানা দ্বিতীয়, জেমিমাহ দশম
কেন্টাকিতে ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত, তদন্তে এফএএ ও এনটিএসবি
ছত্তিশগড়ে বিলাসপুরের কাছে ট্রেন দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু
“মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে রয়েছেন, জনগণ এবার ক্ষমা করবে না” — শঙ্কর ঘোষের মন্তব্য
মার্কিন সাবেক উপ-রাষ্ট্রপতি ডিক চেনির মৃত্যুতে হোয়াইট হাউসে অর্ধনমিত পতাকা

দুর্ঘটনায় প্রয়াত বাংলার গোর্খা জওয়ান

author-image
Harmeet
New Update
দুর্ঘটনায় প্রয়াত বাংলার গোর্খা জওয়ান

নিজস্ব সংবাদদাতাঃ সিডিএস বিপিন রাওয়াতের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। দুর্ঘটনার কবলে পড়া কপ্টারে তাঁর সঙ্গে তাঁর স্ত্রী ছাড়াও ছিলেন আরও ১২ জন সেনা কর্মী। তাঁদের মধ্যে বেঁচেছেন মাত্র একজন। বাকিরা সবাই মৃত। মৃতদের সেই তালিকায় রয়েছেন বাংলারও এক জওয়ান। বিপিন রাওয়াতের নিজস্ব নিরাপত্তারক্ষী ছিলেন গোর্খা রাইফেলসের সৎপাল রাই। দার্জিলিং এ জন্ম নেওয়া এই জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ পাহাড়। সৎপালের মৃত্যুতে শোকজ্ঞাপন করে  দার্জিলিং-র সাংসদ রাজু বিস্ত টুইট করে লেখেন, ‘আমি হাভিলদার সৎপাল রাই এর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। তিনি সিডিএস জেনারেল বিপিন রাওয়াতজির ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও) ছিলেন। তিনি ছিলেন দার্জিলিং-র তাকদাহর বাসিন্দা। ঈশ্বর তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার শক্তি দান করুক। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।’ সাংসদ আরও লেখেন, ‘জাতির প্রতি আপনার সেবা এবং আপনি যে চূড়ান্ত আত্মত্যাগ করেছেন তা সর্বদা গোর্খা এবং আমাদের সমগ্র জাতি স্মরণ করবে। জয় হিন্দ!’