New Update
/anm-bengali/media/post_banners/HCCFUFbESZ1dxipWl5vZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার সাত সকালে জমে উঠল বিরুষ্কার প্রেম। সক্কাল সক্কাল নেটদুনিয়ায় রোদে ভেজা ছবি পোস্ট করলেন ভামিকার মা, আর সেই দেখে ধুকপুকানি বাড়ল বিরাটের মনে। এদিন ইনস্টাগ্রামের দেওয়ালে কালো পোশাকে লাস্যময়ী অবতারে নিজেকে মেলে ধরলেন অনুষ্কা। ছবির ব্যাকগ্রাউন্ডে জ্বলজ্বল করছে সূর্য। রোদের আভায় আরও সুন্দরী অনুষ্কা। ছবির ক্যাপশেন ‘পরী’ তারকা লেখেন, 'সূর্য জ্বলজ্বল করছে, মনোরম আবহাওয়া, তাই মনে হলো আমিও একটু পোজ দিই… যাতে এই ছবিগুলো পোস্ট করতে পারি…. যা গানের লিরিক্স আর মনে নেই'। নিমেষেই ভাইরাল অনুষ্কার এই ছবি। এক ঘন্টায় ছবিতে লাইক পড়েছে ৭১ লক্ষেরও বেশি। উপচে পড়ছে কমেন্টের বন্যা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us