রায়গঞ্জ আদি করুনাময়ী কালী মন্দিরের পুজো

author-image
Harmeet
New Update
রায়গঞ্জ আদি করুনাময়ী কালী মন্দিরের পুজো



নিজস্ব সংবাদদাতাঃ
বিগত বেশ কয়েক দশক ধরে সাধক বামাক্ষ্যাপার বংশধরেরা পুজো করে আসছেন রায়গঞ্জ আদি করুনাময়ী কালী মন্দিরে। অসম থেকে পঞ্জাব, বিহার থেকে উত্তরপ্রদেশ সমস্ত ভিনরাজ্য সহ বিদেশ থেকেও দীপাবলীর রাতে বন্দর আদি করুনাময়ী কালীবাড়িতে কালীমাতার পুজো দিতে আসেন ভক্তরা। প্রতিবছর রায়গঞ্জ শহরের বন্দরে এই কালীমন্দিরে দীপান্বিতার পুজোকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের সমাগমে পূন্যতীর্থ হয়ে ওঠে রায়গঞ্জ শহর। এবারেও মাস্কের ব্যাবহার ও স্যানিটাইজার টানেল করে দর্শনার্থীদের মন্দিরের প্রবেশের ব্যাবস্থা করা হবে বলে জানিয়েছেন ঐতিহ্যবাহী বন্দর আদি করুনাময়ী কালীবাড়ির সেবায়েত মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়।