মহিলাকে ডাইনি ঘোষণা করলেন তান্ত্রিক! বিপুল সংখ্যক লোকের সমাগম
হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুতে কার হাত! ম্যানেজারকে আটক করল পুলিশ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: 'জোরালো প্রস্তাব' না পেলে মধ্যস্থতা প্রচেষ্টা বন্ধ করার হুমকি দিল আমেরিকা
আতঙ্কবাদীদের সঙ্গী রাহুল গান্ধী! আমেঠিতে যাওয়ার আগেই পড়ল পোস্টার
"যেখানে হত্যা করা হয়েছিল সেখানেই সন্ত্রাসীদের কবর দেওয়া হবে"!
পাকিস্তানের জন্য ভারতের নতুন প্ল্যান! মোদী সরকার করল পুনর্গঠন
কীভাবে ছড়িয়ে পড়ল মেছুয়াবাজারের আগুন, প্রত্যক্ষদর্শীদের বয়ানে শিউরে উঠতে হবে
পাকিস্তানকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করল ভারত! PoK নয়, এই এলাকায় এবার নজর
'অযোধ্যার বাবরি মসজিদের প্রথম ইট পাক সেনাই স্থাপন করবে'! আবার এল পাক সাংসদের উস্কানিমূলক বক্তব্য!

৫৪ বছর বয়সী জীবন্ত মহিলাকে গিলল ২২ ফুটের অজগর

author-image
Harmeet
New Update
৫৪ বছর বয়সী জীবন্ত মহিলাকে গিলল ২২ ফুটের অজগর

নিজস্ব প্রতিনিধি-ইন্দোনেশিয়ায়, গ্রামবাসীরা বনের মধ্যে থাকা বড় সাপ থেকে সবসময় সতর্ক থাকেন।ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় ৫৪ বছর বয়সী এক মহিলাকে রাবার সংগ্রহ করতে একটি বনে যাওয়ার পরে ২২ ফুটের অজগর দ্বারা তাকে জীবিত খেয়ে ফেলার পরে তাদের ভয় আরও বেড়ে গিয়েছে। রবিবার থেকে নিখোঁজ হওয়ার পর সেই মহিলার স্বামী থানায় এক নিখোঁজ রিপোর্ট দায়ের করার পর পরই সেই মহিলার মৃতদেহ সাপের দেহের ভিতরে পাওয়া যায়।৫৪ বছর বয়সী মহিলা জাহরা বলে জানা গেছে।জাহরা একটি রাবার বাগানে কাজ করতে গিয়েছিল বলে জানা গেছে তারপরে সে আর বাড়িতে ফিরেনি, তখন তার স্বামী তাকে নিখোঁজ বলে পুলিশকে জানায়।পরে তার স্বামী তার স্যান্ডেল, একটি ছুরি এবং একটি হেড স্কার্ফ খুঁজে পান এবং তাতেই সন্দেহ জন্মায়, পরে অজগরের পেট থেকে উদ্ধার হয় মহিলার মৃতদেহ এমনটাই জানায় পুলিশ।