আতঙ্কবাদীদের সঙ্গী রাহুল গান্ধী! আমেঠিতে যাওয়ার আগেই পড়ল পোস্টার

আমেঠিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে পোস্টার পড়ল।

author-image
Tamalika Chakraborty
New Update
raul gandhi poster


নিজস্ব সংবাদদাতা: বুধবার উত্তরপ্রদেশের আমেঠিতে যাওয়ার কথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। তার আগেই আমেঠিতে রাহুল গান্ধী ও ইন্ডিয়া ব্লকের নেতাদের বিরুদ্ধে পোস্টার পড়ল। সেই পোস্টারে রাহুল গান্ধীকে 'পাকিস্তানপন্থী' ও 'আতঙ্কবাদীদের সঙ্গী' বলে উল্লেখ করা হয়েছে।  তিনি মঙ্গলবার রায়বেরেলি সফর করেছেন। রায়বেরেলির তিনি সাংসদ। বুধবার আমেঠিতে তাঁর সফর করার কথা। তার আগে এই ধরনের পোস্টার কংগ্রেসকে অস্বস্তিতে ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। 

t

পহেলগাঁওয়ে হামলার পর থেকে সারা দেশ ক্ষোভে ফেটে পড়ছে। পাল্টা হামলার দাবি করছেন দেশবাসী। এই পরিস্থিতিতে জঙ্গি দমন ইস্যুতে  লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্র সরকারের পাশে রয়েছে বলে জানিয়েছেন। তবে একাধিক কংগ্রেস নেতা জঙ্গি হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তার জেড়েই এই পোস্টার পড়েছে বলে মনে করা হচ্ছে।