New Update
/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন 'র' প্রধান অলোক জোশীকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড- এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। প্রাক্তন ওয়েস্টার্ন এয়ার কমান্ডার এয়ার মার্শাল পিএম সিনহা, প্রাক্তন সাউদার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ কে সিং এবং রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না হলেন সামরিক পরিষেবা থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা। রাজীব রঞ্জন ভার্মা এবং মনমোহন সিং হলেন ভারতীয় পুলিশ পরিষেবা থেকে অবসরপ্রাপ্ত দুই সদস্য। বি ভেঙ্কটেশ ভার্মা হলেন সাত সদস্যের বোর্ডের একজন অবসরপ্রাপ্ত আইএফএস।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2018/12/nsab-178816.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us