কীভাবে ছড়িয়ে পড়ল মেছুয়াবাজারের আগুন, প্রত্যক্ষদর্শীদের বয়ানে শিউরে উঠতে হবে

মেছুয়াবাজারের হোটেলে কীভাবে আগুন ছড়িয়ে পড়ল, জানলে শিউরে উঠতে হবে।

author-image
Tamalika Chakraborty
New Update
fire breaks out mechua bazar

নিজস্ব সংবাদদাতা: আমরি ও স্টিফেন কোর্টের ঘটনার স্মৃতি যেন আবার ফিরে এল বড়বাজারে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বড়বাজারের মদন মোহন বর্মন স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে। আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও, প্রাণ হারান ১৪ জন। মৃতদের মধ্যে রয়েছেন দুই শিশু ও এক মহিলা। দুই শিশুর বয়স ৩ ও ১০ বছর, এবং তাঁরা তামিলনাড়ুর বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, হোটেলে কোনও অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না। এমনকি জলসংকটের কারণেও আগুন নেভাতে সমস্যা হয়। এক বাসিন্দার অভিযোগ, “পাইপলাইন ছিল ঠিকই, কিন্তু জলের কোনও চাপ ছিল না। রিজার্ভার থেকেও জল তোলা যায়নি।”

mechua fire breaks out

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর আতঙ্কে বহু মানুষ ছাদে উঠে যান বা কার্নিশ ধরে নামার চেষ্টা করেন। দমকলের হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে অন্তত ২৫ জনকে উদ্ধার করা হয়। হোটেলে মোট ৪২টি ঘর ছিল, যার অধিকাংশেই ছিল না জানলা, ফলে ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারান বহু আবাসিক।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘা থেকে পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। অগ্নিকাণ্ডের তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পর থেকেই হোটেলের মালিক পলাতক। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।